আমাদের সমাজে দুর্বলদের সবলেরা যখন অত্যচার করে,
যখন উন্নত শ্রেণী অনুন্নতদের ‘ছোটলোক’ বলে চিহ্নিত করে, যখন
বর্ণশ্রেষ্ঠরা বঞ্চিত আনগ্রসরদের উন্নতির পথ রুদ্ধ করে, যখন তারা বিদেশী, গুপ্তচর,
যবন, হরিজন, আচ্ছুত প্রভৃতি উপাধি ঝুলিয়ে দেয় তাদের নামে, যখন কারণে অকারণে তাদের
হতে হয় নিহত অথবা আহত, পদে পদে হতে হয় লাঞ্ছিত অথবা বঞ্চিত তখন প্রতিবাদ ও
প্রতিরোধের আওয়াজ তুলতে চাইলে অথবা বিচারপ্রার্থী হলেও যদি তাকে চিহ্নিত করা হয় ‘সাম্প্রদায়িক’
অথবা ‘সমাজবিরোধী’
বলে, তাহলে তা হবে আরো নির্মম আরো বেদনাদায়ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন