বুধবার, ১১ জুলাই, ২০১২

বিষাক্ত কলম



বেশির ভাগ ক্ষেত্রে ধর্মের নামে মনগড়া কুসংস্কার আর মিথ্যা ইতিহাস সমাজের সামনে তুলে ধরতে ব্যবহৃত হয় দৈনিক সংবাদপত্র,পুস্তক পুস্তিকা,পত্র-পত্রিকা, বেতার,দূরদর্শন, সিনেমা, থিয়েটার, জনশ্রুতি, বিজ্ঞাপন প্রভৃতি সরকারি বেসরকারি প্রচারমাধ্যম। সূক্ষ্ম দৃষ্টি দিলে দেখা যাবে এ সবের পিছনে লুকিয়ে আছে কতকগুলো বিষাক্ত কলম; মিথ্যাচারিতা, শঠতা এবং বেইমানির ফলস্বরূপ আসার কিংবদন্তীগুলোকে যুগযুগ ধরে টিকিয়ে রেখে আসছে একদল কুচক্রী কলমধারী। আবার এই সমস্ত কুচক্রীদের সরকারি মদদ, শিক্ষা ও সংস্কতি দফতর থেকে বরাদ্দ অর্থ এবং নানারকম প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতার মাধ্যমে তাদের ভাগ্য সুপ্রসন্ন করা হয় সোনায় সোহাগা মেশার মত।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন