বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

খাপ না খাওয়ানো’র ইতিহাস



উপমহাদেশের মানুষকে শেখানো হয়েছে মুসলমানেরা উন্নতি করতে পারেনি কারণ তাঁরা নাকি ব্রিটিশ সরকারের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি, আর এই না পারার পিছনে ছিল নাকি তাঁদের ধর্মের গোঁড়ামি, অহমিকা, অথবা ইংরেজি শিক্ষার প্রতি অবহেলা- এককথায় দূরদর্শিতার অভাব ! কিন্তু যদি প্রমাণিত হয় যে, সেইসময় শাসক সরকারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অর্থ ছিল ব্রিটিশের শোষণ ও অপশাসনকে হার্দিক সমর্থন করা, তাতে মদদ জোগানো, স্বার্থসিদ্ধির জন্য স্বধর্ম ত্যাগ করা এবং সাহেবদের আদেশ আব্দার উপদেশ অনুযায়ী নিজের স্ত্রী, কন্যা, বোন ও পুত্রবধূকে নিবেদন করে তাদের ঔরসজাত মিশ্রিত রক্তের একটি সহকারী ভারতীয় দল সৃষ্টি করতে দেওয়া তাহলে ? কেউ ঐ প্রস্তাবকে তখন সুযোগ আবার কেউ সেটাকে একটি মারাত্মক দুর্যোগ বলে মনে করেছিল। আধুনিক ইতিহাস গবেষকদের দেওয়া এই তথ্য সত্য হলে মুসলিম সমাজের ঐ খাপ না খাওয়ানোর অক্ষমতাটুকু কি পাশবিক অপরাধ নাকি মানবিক গুণ? এই সমস্ত বিচার বিশ্লেষণ এবং সিদ্ধান্ত পাঠকদের উপর ছেড়ে দেয়া হল।

২টি মন্তব্য:

  1. উপমহাদেশের মানুষকে শেখানো হয়েছে মুসলমানেরা উন্নতি করতে পারেনি কারণ তাঁরা নাকি ব্রিটিশ সরকারের সাথে খাপ খাইয়ে নিতে পারেনি,কারণ সেইসময় শাসক সরকারের সঙ্গে ‘খাপ খাইয়ে’ নেওয়ার অর্থ ছিল ব্রিটিশের শোষণ ও অপশাসনকে হার্দিক সমর্থন করা, তাতে মদদ জোগানো, স্বার্থসিদ্ধির জন্য স্বধর্ম ত্যাগ করা এবং সাহেবদের আদেশ – আব্দার – উপদেশ অনুযায়ী নিজের স্ত্রী, কন্যা, বোন ও পুত্রবধূকে নিবেদন করে তাদের ঔরসজাত মিশ্রিত রক্তের একটি সহকারী ভারতীয় দল সৃষ্টি করতে দেওয়া – তাহলে ? কেউ ঐ প্রস্তাবকে তখন সুযোগ আবার কেউ সেটাকে একটি মারাত্মক দুর্যোগ বলে মনে করেছিল। আধুনিক ইতিহাস গবেষকদের দেওয়া এই তথ্য সত্য হলে মুসলিম সমাজের ঐ ‘খাপ না খাওয়ানো’র অক্ষমতাটুকু কি পাশবিক অপরাধ নাকি মানবিক গুণ? হাঁ ১০০% একমত !

    উত্তরমুছুন