বুধবার, ১১ জুলাই, ২০১২

বিকৃত ইতিহাস



এই ব্লগের বিষয়বস্তু এবং বিভিন্ন উদ্ধৃতি সাধারণ মানুষকে চমকে দেবে। কারণ যুগযুগ ধরে আমাদেরকে সেখানো হয়েছে ১৯৪৭-এর ১৫ ই আগস্ট ভারতীয়রা ব্রিটিশের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বলে এই তারিখটি স্বাধীনতা দিবস।কিন্তু যদি সত্য এই হয় যে,দিনটি ব্রিটিশের স্বেচ্ছায় চলে যাওয়ার তারিখ অথবা শক্তির হস্তান্তর দিবস মাত্র তাহলে ?
সম্রাট অশোকের মত কত সব প্রাচীন সম্রাট এবং রাজাদের ইতিহাস যুগযুগ ধরে সেখানো হচ্ছে। কিন্তু যদি প্রমাণিত হয় যে তাদের অনেকের মত সম্রাট অশোক নামে কোন সম্রাটের পৃথীবিতে জন্মই হয়নি- তাহলে ?
তথাকথিত সুপ্রাচীন অবহট্ট, দ্রাবিড়, সংস্কৃত,অসমীয়া প্রভৃতি ভাষার ইতিহাস আমাদের শেখানো হয়েছে। কিন্তু যদি প্রমাণিত হয় যে, ঐ সব ভাষার বেশ কিছু আসলে সাহেবী ব্রেনের বাহাদুরী, এই সেদিন ব্রিটিশ আমলে ওসব তৈরি করা- তাহলে ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন