মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১২

মিঃ লর্ড কর্নওয়ালিশ [Lord Cornwallis]


জন্মগ্রহণ করেন ১৭৩৮ সালে। ভারতের গভর্নর জেনারেল হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন ১৭৮৬তে। ১৭৯৩ এ তিনি করেছিলেন ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ প্রথার প্রচলন। ঐ সর্বনাশী প্রথা জমির প্রকৃত মালিককে বঞ্চিত করে নিষ্ঠুরভাবে তার পরিবর্তে জমির নতুন মালিক হয়ে বসেন রাজা মহারাজা বাবু সমাজের বিরাট এক সুবিধাভোগী দল। তার শাসনকালেই হয়েছিল মহীশুর যুদ্ধ। বুদ্ধি ও যোগ্যতায় তিনি আর একবার ভারতের গভর্নর জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন ১৮০৪ সালে। ১৮০৫ খ্রিস্তাব্দে হয়েছিল তার পরলোকগমন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন