স্যার অকটোরলোনি [sir Ochterlony] তিনি জন্মেছিলেন ১৭৫৮ খ্রিষ্টাব্দে এবং ১৮২৫ খ্রিষ্টাব্দে পরলোকগমন করেন তিনি। তিনি ছিলেন একজন বিখ্যাত সেনাপতি। লর্ডওয়েলেসলির সময় তিনি ছিলেন দিল্লির লেফটেন্যান্ট কর্ণেল। ১৮০৪ এ তিনি পরাজিত করেছিলেন হোল্কারকে। ১৮১৫ তে নেপালী সেনাপতি অমর সিংহকে পরাজিত করে সন্ধি করতে বাধ্য করেছিলেন তাকে। কলকাতা গড়ের মাঠে মনুমেন্টটি তারই নামের সাক্ষী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন