শনিবার, ২৫ আগস্ট, ২০১২

মিঃ ময়রা [mr moira]

মিঃ ময়রা [mr moira] এই মহান সাহেব ভূমিষ্ঠ হয়েছিলেন ১৭৫৪ তে। তিনি ১৮১৩ থেকে ১৮২৩ পর্যন্ত দশ বছর ভারতের বড়লাট ছিলেন। কলাকৌশল বা ছলনার মাধ্যমে গোর্খাজাতির মধ্যে ঢুকতে সক্ষম হন তিনি।এবং ক্রমে ক্রমে চক্রান্ত করে তাদেরকেই আবার যুদ্ধের দিকে ঠেলে দেন তিনি। গোর্খারা ইংরেজদের হিংস্র থাবার আঘাতে পরাজিত হয় মর্মান্তিকভাবে। ইংল্যান্ড সরকার তার প্রতি খুশি হন। যার ফলে তাকে ভূষিত করা হল মারক্যুইস অব হেস্টিংস[Murcuis of Hestings]নামকরণের মাধ্যমে। ইংরেজদের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান হল নেপাল যুদ্ধ, পিন্ডারীদের নিষ্ঠুর ভাবে দমন এবং মারাঠা যুদ্ধে মারাঠাদের সর্বনাশ সাধন ইত্যাদি। মোটকথা ইংরেজ রাজত্ব কায়েম করার দিকে অনেকটাই সাহস জুগিয়েছিলেন তিনি। তার মৃত্যু ঘটে ১৮২৬ খ্রিষ্টাব্দে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন