ভারতবর্ষ নামক যে মৌচাকটিতে শুধু ইংল্যন্ডের মধুকরেরাই আসেনি,ফরাসী যেসব মধুকর এসেছিলেন তার মধ্যে অন্যতম মিঃ ডুপ্লে। ১৬৯৭ এ তার জন্ম এবং মৃত্যু ১৭৬৩ খৃষ্টাব্দে। ১৭১৫ তে ভারতে এসে ১৭২০ তে পন্ডিচেরি কাউন্সেলের সদস্য হয়েছিলেন তিনি। ভারতে আরো প্রভাব ফেলতে তিনি প্রচন্ড বাঁধা পেলেন ইংরেজ ক্লাইভ তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে। শেষ পর্যন্ত ক্লাইভের জয় হয় আর খর্বিত হয় ক্লাইভের প্রভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন