মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

অয়ারেন হেস্টিংস [Warren Hastings]

অয়ারেন হেস্টিংস [Warren Hastings]
১৭৩২ সালে জন্মগ্রহণ করেন তিনি তাঁকেও শাসন শোষণের ট্রেনিং দিয়ে ভারত বর্ষে পাঠানো হয়েছিল ইস্ট ইণ্ডিয়া কোম্পানির কেরানী করে এখানে এসে তিনি দানবীয় পদ্ধতিতে ভারতবাসীর উপর অত্যাচারের রোলার চালান।এবং এভাবেই তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা বৃটিশ সরকারকে মুগ্ধ করেনযার সাধুবাদ  হিসেবে তিনি পান সারা ভারতের গভর্নর জেনারেলের পদদেশীয় নেতাদের সহযোগিতায় রাজা চৈত সিংয়ের বাড়িতে বিশেষ করে তাঁদের মহিলাদের উপর অশ্লীল ও সীমাহীন অত্যাচার করেছিলেন তিনিআর অযোধ্যার বেগম ও তাঁর বাড়ির মহিলাদের প্রতিও যথেচ্ছ অত্যাচার করে তিনি চমক লাগিয়ে দিয়েছিলেন সরকারকেতাঁর সময়ে ভারতে সুপ্রীম কোর্ট ও চিফ জাস্টিসের পদ গঠিত হয়এঁর সময়েই তৈরী হয়েছিল এসিয়াটিক সোসাইটিযাই হোক, হেস্টিংসের আমলেই মুদ্রণ যন্ত্রেরও প্রচলন হয় এই দেশেমূল উদ্দেশ্য ছিল দেশীয় ভাষায় খৃষ্টান ধর্মের প্রচার ও প্রভাব সৃষ্টি করাএত করেও হেস্টিংসের দুর্নামে সোচ্চার হয়ে উঠলো ভারতবর্ষসদাশয় ইংরেজ সরকার সুবিচারের নামে তাঁকে সসম্মানে ইংলণ্ডে ডেকে নিয়ে আরম্ভ করলো তাঁর অত্যাচারের বিচারবৃটিশের মহামান্য বিচারকদের সুবিচারে তিনি প্রমাণিত হলেন একেবারে নির্দোষতাঁর মৃত্যু হয় ১৮১৮-তে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন