স্যার জন অ্যান্সট্রুদার [Sir Jhon Anstruther] জন্ম ১৭৫৩ তে। এই সাহেব ছিলেন ইংরেজদের দৃষ্টিতে একজন বড়মাপের বুদ্ধিজীবী। ভারতের সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতির পদে ভূষিত করা হয়েছিল তাকে। তিনিও বিচারের নামে ইংরেজ সরকারের অনুকূলেই তাঁর কর্তব্য যথাযথ পালন করে যেতেন তিনি । ওয়ারেন হেস্টিংসের মামলার সময় তিনি ছিলেন একজন এসেসর। পার্লামেন্টের সদস্যও হতে পেরেছিলেন তিনি। কলকাতা হাইককোর্টে তাঁর একটি প্রতিমূর্তি আছে। তিনিও ‘স্যার’ উপাধিপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন