রবিবার, ২২ জুলাই, ২০১২

কেন কলম ধরা হয়েছে ?

">১০৪৭-এর ১৫ আগস্ট ব্রিটিশ ভারত ছেড়ে স্বদেশে ফিরলেও তাদের কয়েকশো বছরের ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া আজও বলিষ্ঠভাবে চলমান।
প্রশ্ন আসতে পারে এত পুরনো কাসুন্দির ঝুট ঝামেলায় যাওয়ার প্রয়োজন কী? ঐ পুরনো দিনের কথা, লিপি, ইতিবৃত্ত, ঘটনাই তো ইতিহাস। যা জানা মানুষ জাতিরই একচেটিয়া অধিকার, যা সম্ভব নয় পৃথিবীর অন্য আর কোন জীবের পক্ষে- মানুষ এবং পশুত্বের অন্যতম ব্যবধান তো সেখানেই। এসব সত্ত্বেও এই গুরুত্বপূর্ণ বিষয়ে কলম ধরা হয়েছে শুধু ইচ্ছের বশবত হয়ে নয়, বরং কোটি কোটি মানুষের প্রতীক্ষার পরিপ্রেক্ষিতেই।

1 টি মন্তব্য: