বুধবার, ১১ জুলাই, ২০১২

মুকুটহীন সম্রাট



আশার কথা এটাই, দুর্লভ হলেও এমন কিছু কলমধারী ছিলেন এবং এখনো আছেন, যারা তাদের দুর্বার কলমের গতি তাদের লক্ষ্য থাকবেনা নিজের আখের গোছানোর প্রতি, তাঁরা তোয়াক্কাই করবেন না পি-এইচ.ডি.লিট., পদ্মভূষণ, ভারতরত্ন, প্রভৃতি সম্মানের, তাঁরা তোয়াক্কা করবেন না তাদের বই বাজেয়াপ্ত হওয়ার সন্ত্রাসকে, তাদের তোয়াক্কা থাকবে না পুলিশি হাজতবাস এবং কারাগারের অমানুষিক যন্ত্রণার। ঐ সমস্ত মুকুটহীন সম্রাট ও রাজাদের সিংহাসন আবদ্ধ থাকবেনা ইট আর পাথরের প্রাসাদে, বরং তাদের সিংহাসন বিরাজ করবে কোটি কোটি মানুষের মূল্যবান হৃদয়ে- সত্যসন্ধানী মানুষের শ্রদ্ধা ভালবাসায় তাঁরা হয়ে থাকবেন চির অমর চির ভাস্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন