অতিতের ইতিহাস ভবিষ্যৎ গড়ার মাধ্যম। বড়ই দুরভাগ্যের কথা যে, ভারতের সঠিক ইতিহাসও সহজলভ্য নয়। তবে এ কথা সত্য যে, দেশের কোটি কোটি মানুষ সঠিক ইতিহাস জানার জন্য উদগ্রীব।
প্রচণ্ড বুদ্ধিমান ব্রিটিশ ভারতে ব্যবসায়ীবেসে এসে সক্ষম হয় বাণিজ্যের তুলাদণ্ড কে রাজদণ্ডে পরিণত করতে। কালক্রমে ব্যবসা ছেড়ে দিয়ে দখল করল সিংহাসন, আর দেশের সম্পদ-সম্পত্তি নিয়ে চলে গেল ইংল্যান্ড—তাদের গ্রেড ব্রিটেনের দারিদ্র দূর হয়ে বয়ে গেল স্বাচ্ছন্দের প্রাচুর্য,আর ভারত হয়ে গেল রস নিংড়ানো ছিবরের মত নিরস এক দেশ- মুসলমানদের সাতশো বছরের বেশি রাজত্ব করার ক্ষমতা, সামরিক ও অর্থনৈতিক শক্তি উড়ে গেল এক ফুঁৎকারে! নিশ্চয় তা ম্যজিক ছিলনা, বরং তা ছিল একটা আন্তর্জাতিক চক্রান্ত বা বুদ্ধির খেলা। সেই হিসেবে স্বীকৃতি দিতেই হয় ব্রিটিশের বিজয় বা ব্রিটিশ ব্রেনকে। তাদের ভারতবর্ষে আসার পূর্ব থেকে কয়েকশো বছরের বিজ্ঞানসম্মত প্রস্তুতি এক অপ্রচারিত চিত্তাকর্ষক ইতিহাস। তারপর তাদের আগমনের তারিখ থেকে ভারতবর্ষ ত্যাগের তারিখ পর্যন্ত যে কৌশলময় বৌদ্ধিক রাজনৈতিক কার্যকলাপ – সেও এক উল্লেখযোগ্য অপ্রচারিত বিস্ময়কর ইতিহাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন